ব্রাহ্মণবাড়িয়া জেলা · আশুগঞ্জ উপজেলা · দুর্গাপুর ইউনিয়ন সোহাগপুর ঘইনাঘাট ৷ মুক্তিযুদ্ধা কমান্ড শাজাহান সিকদার এর বাড়ির সামনে... বৃষ্টিতে রাস্তায় গর্ত তৈরী হয়েছে _________অনুসন্ধানে জানা যায়, সরাইল পানিশ্বর হতে বেড়তলা বিটঘর শিতাহরন।.
খড়িয়ালা। বোগইর। তাজপু্র। দূর্গাপুর। বাহাদুরপুর। সোহাগপুর। এলাকার জনগন আশুগঞ্জ বন্দরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। দুর্গাপুর ইউনিয়ন পূর্বে সরাইল উপজেলাধীন ৬নং পানিশ্বর দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম হলো সোহাগপুর শুধু মানুষের যাতায়াত নয়, এই ভাঙা গর্ত পথেই কৃষিজ পণ্য আশুগঞ্জ বন্দরে পাঠায় কৃষকরা। .
দীর্ঘদিন সংস্কারহীন এই বেহাল সড়কের কারণে. সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটরসাইকেল কিংবা সিএনজি অটোরিকশা এলাকাবাসী বলছেন, চলাচলের অনুপযোগী এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.রাসেল মিয়ার সুদৃষ্টি কামনা করছি।. .
ডে-নাইট-নিউজ / Roman Khan
আপনার মতামত লিখুন: