• ঢাকা
  • বুধবার, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত প্রায় ২৭ হাজার, আহত ৬৬ হাজার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম;
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত প্রায় ২৭ হাজার, আহত ৬৬ হাজার
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত প্রায় ২৭ হাজার, আহত ৬৬ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৭ হাজার। আহত হয়েছেন আরও প্রায় ৬৬ হাজার মানুষ।.

গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।.

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আরও ৬৫ হাজার ৯৪৯ জন আহত হয়েছেন।.

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৬টি ‘গণহত্যা’ চালিয়েছে। যার ফলে ১৫০ জন নিহত এবং আরও ৩১৩ জন আহত হয়েছেন।.

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।.

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ