কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত হয়েছেন। এছাড়া ১ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২:৩০ ঘন্টার দিকে এই ঘটনা ঘটে। এই নিয়ে পুরো রোহিঙ্গা ক্যাম্পে আতংকের বিরাজ সৃষ্টি করেছে। আজ দুপুরে প্রায় ১৩-১৫ জন একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী রফিক এর বশত বাড়িতে ঢুকে এই হামলা করে পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।.
নিহত ব্যক্তিরা হলেন,১,মোঃ-রফিক (৩৫) পিতা:বেছা মিয়া,ঠিকানা ১৩ নং রোহিঙ্গা ক্যাম্প,ব্লক-জি-৪, তাকে নিজ বশত ঘরে ডুকে হত্যা করেছে,বুকের বামপাশে গুলি লেগে তিনি নিহত হয়।২,মো: রফিক (৩৪) পিতা: মো: হোছেন,ঠিকানা ১৩ নং রোহিঙ্গা ক্যাম্প,ব্লক-জি-৪ তাকে গুলি করা হলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি হলেন, মো ইয়াছিন (২৮) পিতা মো: হোছেন, তিনি গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে,তার অবস্থা আশঙ্কাজনক। .
ঘটনাটি নিশ্চিত করেছে উখিয়া থানা( ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী,তিনি জানান আজ দুপুরের ১২:৩০ এর সময় একদল সন্ত্রাসীরা ক্যাম্প ১৩ ব্লক ৪ এ ডুকে রফিককে গুলো করে হত্যা করে,অন্য এক রফিক গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: