লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এর আগে শিশুদের বিনোদনের জন্য বিনোদন কেন্দ্র বা পার্ক নির্মাণ হয়নি। প্রতিদিনের কর্মব্যস্ততা আর সাপ্তাহিক ছুটির দিনে আদরের সন্তানদের অথবা নিজের একটু বাড়তি রিফ্রেশমেন্টের জন্য ছিলনা কোন মনকাড়া স্থান।
একটু বাড়তি বিনোদনের খোঁজে ছুটির দিনগুলোতে অভিভাবকরা ঘরবন্দি শিশুদের নিয়ে যেতে হতো শহরের কোন বিনোদন কেন্দ্রে। তবে এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুরা বিনোদন থেকে সম্পূর্ণভাবেই হয়ে উঠেছিল বঞ্চিত। দীর্ঘ প্রত্যাশার পর এবার কমলনগরে নির্মাণ হচ্ছে ‘শিশু পার্ক’। দ্রুত গতিতে চলছে এটির নির্মাণ কাজ। পার্কটির অবকাঠামোর কাজও শেষের দিকে। লক্ষ্মীপুর রামগতি মূল সড়কের পার্শ্বে গড়ে ওঠা উপজেলা পরিষদ কমপ্লেক্সের পার্শ্ববর্তী পার্কটি নির্মাণ হওয়ায় যাতায়াত সুবিধা পাবে প্রত্যন্তঞ্চলের সর্বশ্রেনির মানুষ।
উপজেলার সাধারণ মানুষের ধারণা দৃষ্টিনন্দন এই শিশু পার্কটি উদ্বোধন হলে উপজেলার শিশুদের স্বস্তি মিলবে। লক্ষ্মীপুর জেলা শিশু পার্ক অথবা ঢাকার শিশু পার্কের পরিবর্তে ঘর থেকে দু-পা বেড়িয়ে এ অঞ্চলের শিশুরা পাবে বিনোদনের সকল সুবিধা। ইনডোর বিনোদন ছেড়ে আউটডোরে অবসর বিনোদন পাবে এ উপজেলার বাসিন্দাসহ বিভিন্ন এলাকার শিশুরা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জানা যায়,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কামরুজ্জামানের উদ্যোগ ও আন্তরিকতায় পার্কটি দৃশ্যমান হয়ে এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়া
পার্কটি বাস্তবায়নে অনেকের মধ্যে কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও ভাইসচেয়ারম্যান ওমর ফারুক সাগর বিশেষ অবদান রেখেছেন।
এর আগে মাটির মায়া খ্যাত এসিল্যান্ড পুদম পুস্প চাকমা ও মানবিক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান উপজেলাতে নানা উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যপক শুনাম কুড়িয়েছেন। এবার শিশুদের জন্য পার্ক প্রতিষ্ঠা করে এ উপজেলায় উন্নয়নের আরেকটি মাইলফলক স্থাপন করলেন।.
কমলনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর জানান, কমলনগরে শিশুদের জন্য অধ্যবদি কোন পার্ক ছিলোনা, শিশু পার্কটিতে কোমলমতি শিশুরা বিনোদনের সুযোগ পাবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমি পার্কটির বিষয়ে কাজ করছি। জায়গাটি উপজেলা পরিষদের (সরকারি) ছিল। এই জায়গাটার সুষ্ঠু ব্যবহার করে একটি উপযুক্ত পার্ক নির্মাণ করা হচ্ছে। এমন পার্ক শুধু কমলনগরেই হচ্ছে। এটা সম্পূর্ণ উপজেলা প্রশাসনের পরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে।
এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সোহেল আনোয়ার বলেন,
উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পার্কটি অবশ্যই শিশুদের বিনোদনে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া শিশুদের পাশাপাশি বড়রাও অবসর সময় কাটাতে পারবে।.
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান জানান,কমলনগর উপজেলাতে তেমন কোন বিনোদন কেন্দ্র ছিল না। প্রয়োজনবোধ থেকেই পার্কটি নির্মাণ করা হচ্ছে। অল্পদিনের মধ্যে পার্কটির উদ্বোধন করা হবে। উপজেলা প্রশাসনের অর্থনৈতিক জোগান থেকে পার্কটি নির্মাণ হচ্ছে।
.
. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধি)
আপনার মতামত লিখুন: