লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজিরহাট উপকূল সরকারি কলেজের শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন এ কমিটি দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে ওই দিন কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে শিক্ষক পরিষদের পুরাতন কমিটির দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিষদের সভাপতি (পদাধিকার বলে দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর মো. জাকির হোসেন নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।.
কলেজ সূত্রে জানা যায়, গত ২৯ জুন হাজিরহাট উপকূল সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্পাদক পদে ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল করিম আজাদ ও সহসম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ বেলাল হোসেন পুনর্নির্বাচিত এবং কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক পপি রানী সরকার নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত শিক্ষক পরিষদের দায়িত্ব পালন করবেন।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ):
আপনার মতামত লিখুন: