• ঢাকা
  • মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে রাতের আধাঁরে জমি দখলের চেষ্টা, বাবা-ছেলেকে কুপিয়ে জখম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম;
কমলনগরে রাতের আধাঁরে, জমি দখলের চেষ্টা, বাবা-ছেলেকে, কুপিয়ে জখম
কমলনগরে রাতের আধাঁরে জমি দখলের চেষ্টা, বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নাসির মাহমুদ : লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক পরিবারের জমি রাতের আধাঁরে দখল চেষ্টার অভিযোগ উঠেছে মো. ইসমাইল নামে এক ‘ভূমিদস্যুর’ বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় কৃষক পরিবারের দুই সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। .

 .

 .

রোববার গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরকাদিরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কৃষক রফিক উল্যাহকে রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে তার ছেলে দিদার হোসেনকে। .

এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ উপযুক্ত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই কৃষক পরিবার। সোমবার দুপুরে কমলনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান, উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরকাদিরা মৌজার ৮০ শতক জমি ক্রয়সূত্রে মালিক হয়ে তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। ওই জমির পার্শ্ববর্তী দাগের জমি খোরশেদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে একই ইউনিয়নের চরপাগলা এলাকার ‘ভূমিদস্যু’ মো. ইসমাইল ক্রয় করেন। সম্প্রতি ইসমাইল ওই জমির সঙ্গে তাদের ৮০ শতক জমিও দখলের চেষ্টা করে আসছেন। .

 .


রোববার রাত ১টার দিকে ইসমাইল ও তার ছেলে বাবুল হোসেন আকতার ভারাটে লোকজন নিয়ে ওই জমিতে ঘর উত্তোলন করতে যান। এ খবর পেয়ে রফিক উল্যাহ ছেলে দিদার হোসেনসহ এগিয়ে গেলে প্রতিপক্ষরা হামলা চালান। এসময় হামলাকারীরা রফিককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি তার ছেলেকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুঁটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে ইসমাইল লোকজন নিয়ে ভেকুমেশিন দিয়ে জমিতে মাটি কাটতে গেলে বাধা দেওয়ায় রফিক উল্যাহ ও তার স্ত্রী রহিমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।.

 .


সংবাদ সম্মেনে উপস্থিত রফিক উল্যাহর স্ত্রী রহিমা বেগম, ছেলে দিদার হোসেন, মুজাহিদুল ইসলাম, দিদারের স্ত্রী ফয়েলী আক্তার জানান, ইসমাইল এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত। জমি ক্রয়-বিক্রয়ে দালালিসহ মানুষকে বেকায়দায় ফেলে নামমাত্র মূল্যে নথির জমি কিনে দখল করা তার নেশা। আর্থিকভাবে অস্বচ্ছল হয়েও তার এমন লোভ থেকে তারাও রেহাই পাচ্ছেন না। 
তারা জানান, রোববারের ঘটনার পর সোমবার থানায় মামলা দায়েরের পর আসামিরা বিভিন্নভাবে তাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারসহ ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান তারা।.

 .

 .

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. ইসমাইলের ছেলে বাবুল হোসেন আকতার জানান, তারা রফিক উল্যার জমি দখলের চেষ্টা করেননি। প্রকৃত পক্ষে তাদের ক্রয়কৃত জমির পাশে সরকারি খাস খতিয়ানভুক্ত কিছু জমি রয়েছে। ওই জমিতে তারা ঘর উত্তোলন করতে গেলে রফিক উল্যাহ বাধা দেওয়ায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।.

 .

 .

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, রাতের আধাঁরে জমি দখলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে যান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় তিনজনের নাম উল্লেখসহ ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ