• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলমগরে উচ্ছেদ অভিযান, ভাঙ্গা হয়েছে সরকারি জায়গায় নির্মিত ১৮টি দোকান।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:০৪ পিএম;
কমলমগরে উচ্ছেদ অভিযান, ভাঙ্গা হয়েছে সরকারি জায়গায় নির্মিত ১৮টি দোকান।
কমলমগরে উচ্ছেদ অভিযান, ভাঙ্গা হয়েছে সরকারি জায়গায় নির্মিত ১৮টি দোকান।

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলায়, উপজেলা ভূমি অফিসের জায়গা জবরদখলে থাকা দোকানপাট উচ্ছেদ করেছে কমলনগর উপজেলা প্রশাসন।  আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার চর লরেন্স পূর্ব বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমার নেতৃত্বে অবৈধভাবে থাকা দোকানপাট উচ্ছেদের অভিযান পরিচালিত হয়।.

উক্ত অভিযানে উপজেলা ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে উঠা ১৭টি মৌজার প্রায় ১৮ টির অধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়।’ এসময় অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা ভূমি অফিসার পূদম পূষ্প (চাকমা), হাজিরহাট ইউনিয়ন তহসিলদার মো. আবুল কাশেম, লরেন্স বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক আব্দুর রহমান পাটোয়ারী।.

উল্লেখ্য, অস্থায়ী ইজারাকৃত একসনা বন্ধবস্ত দেওয়া এসব নথি বাতিল করে পর পর দুই বার স্থাপনা সরানোর নোটিশ করা হয়। শেষ নোটিশের পর পাঁচ মাস অতিবাহিত হলে ও স্থাপনা না সরানোর কারনে উপজেলা ভুমি অফিস এই অভিযান পরিচালনা করেন।.

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা বলেন- নোটিশের পাঁচ মাস  অতিবাহিত হলেও ঘর মালিকরা নিজ উদ্যোগে ঘর সরিয়ে না নেয়ায় সরকারি জমি রক্ষায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।. .

ডে-নাইট-নিউজ / মোঃ ইউসুফ হোসাইন কমলনগর  প্রতিনিধি।

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ