• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কারফিউ নিয়ে ওবাইদুল কাদের এর মন্তব্য


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৪ পিএম;
কারফিউ, ওবাইদুল কাদের, মন্তব্য,
কারফিউ নিয়ে ওবাইদুল কাদের এর মন্তব্য

সারাদেশে কোটা আন্দোলকে ঘিরে চলেছে অনেক সহিংশতা। এই সহিংশতা ঠেকাতে গত ১৯ জুলাই রোজ শুক্রবার কারফিউ জারি করা হয়। কারফিউ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেন, যদি কারফিউ জারি করা না হতো তবে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখল করার ষড়যন্ত্র ছিল।.

 .

তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন হানাদার বাহিনীকে হার মানিয়েছে, তারেক রহমান লন্ডনে পলাতক অবস্থায় গণ-অভ্যুত্থান ঘটিয়ে প্রধান মন্ত্রীর বাড়ি দখলের চিন্তা করেছিল। যদি কারফিউ জারি করা না হতো তবে প্রধান মন্ত্রীর বাড়ী আক্রমন করে শ্রীলঙ্কা স্টাইলে অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনে যুবরাজ ক্ষমতা দখল করত, এটাই বিএনপির পরিল্পনা। রবিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বলেন ওবাইদুল কাদের।.

 .

তিনি আরো বলেন বিএনপি স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে । তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে-এটাই স্বাভাবিক, মাথা যেদিকে যাবে, লেজ ও সেদিকে যাবে এতে নতুনত্ব কিছু নেই। বিদেশীদের বিবৃতি দেওয়ার প্রসঙ্গে আরো বলেন- বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কিছু সংস্থা ও জড়িত কারা তাদের সমন্বয় করেছেন আমরা জানি। তাদের কারোর প্ররোচনায় বিবৃত না হয়ে এখানে এসে বিআরটিসি, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন। দেশের অনেক সাংবাদিক বন্ধুরা ক্ষতির সম্মূখিন হয়েছেন সাতে বিআরটিসির ৪৪টি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ