১৯/ অক্টোবর /২০২১ ইং তারিখ ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা'র অভিযানে লোহাগাড়ায় ২,১০০ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা নাগরিক গ্রেফতার, মামলা দায়ের । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক ২১০০ (দুই হাজার একশত ) পিস ইয়াবা সহ একজন মিয়ানমারের রোহিঙ্গা শরনার্থীকে ইয়াবা মাদক পাচারকালে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী হলেন জাহেদ আলম (৩২) পিতা- মৃত খুল্লা মিল্যা মাতা- মৃত সবুরা খাতুন সাং-বালুখালি- ১ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৮, ব্লক- সি কক্ষ নং-৪০, হেড মাঝি- নাছির ,থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। উক্ত অভিযান কালে গোয়েন্দার টিমের সদস্যগণ বিকাল ১৬.১৫ ঘটিকায় চট্টগ্রাম লোহাগাড়া থানার চুনতি ফরেস্ট অফিস মেইন রোডে রোহিঙ্গা শরনার্থী আসামি জাহিদ আলম (৩২) কে আটকণ অতঃপর তার দেহ তল্লাশি করে মোট ২,১০০ (দুই হাজার একশত) পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে একাধিকবার ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।.
উক্ত আসামী ইয়াবা গুলো কক্সবাজারের টেকনাফ সীমান্ত হতে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। চট্টগ্রাম ডিএনসি গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও ধারনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সংশ্লিষ্ট ধারায় চট্টগ্রাম লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করে।.
. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: