• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করেছেন এক নারী:তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২০ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:০৮ পিএম;
ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করেছেন এক নারী:তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করেছেন এক নারী:তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

পটুয়াখালী সরকারি কলেজের এক ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করেছেন এক নারী। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার প্রেক্ষিতে অভিযুক্ত নারী ইশরাত জাহান (পাখী) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে আসেন। এবং সেখানে রয়েছে ভিন্ন কথা।.

মেয়েরা মায়ের জাতি। নারী কারো মা, কারো প্রিয় বোন, কারো কন্যা, কারো প্রিয়তমা কিংবা সহধর্মিণী। কাজেই মায়ের জাতি কখনো"ই কাউকে বিনা অপরাধে অভিযুক্ত কিংবা আগে পিছে সম্পর্ক ছাড়া কোন ছেলেকে জোর পূর্বক বিয়ে করতে পারে না। নারী কোন নির্দিষ্ট স্থানের নয়। অপরাধী সে নারী পুরুষ যেই হোক সে অপরাধী। পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র কে অপহরণ করে একটি মেয়ে জোর করে বিয়ে করেছে নিউজ টি ফেসবুক, ইউটিউব, অনলাইন পত্রিকা, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে ঢালাওভাবে প্রচারণা চলছে।.

কিন্তু আমি খবরটি শুনে ও দেখে প্রথমেই সন্দেহ করেছি ও বিব্রত হয়েছি। মায়ের জাতি কখনো এমন অন্যায় করতে পারে না। প্রত্যেকটি নারীর সবচেয়ে প্রিয় হলো তার বাবা, স্বামী এবং তার ছেলে। সকল পরুষ কিংবা নারী খারাপ নন। খারাপ সে পুরুষ ও হতে পারে আবার নারী ও হতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক ও মোবাইলের মাধ্যমে কিছু চিটার বদমাশ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ধনী, সুন্দরী ও সম্ভ্রান্ত পরিবারের ঝি বউদের টার্গেট করে তাদেরকে ব্যবহার করে । প্রথমে ভালোবাসার নাটক, তারপর অসভ্যতা, তারপর ব্লাকমেইল। তারপরে কিছু ছবি ভিডিও সংগ্রহ করে অর্থ হাতিয়ে নেওয়া। পরিকল্পনা অনুযায়ী সবকিছু যখন হাসিল হয়ে যায় তারপর লাপাত্তা, মোবাইল ব্লকলিষ্ট,ফেসবুক আইডি ব্লক লিষ্ট আইডি পরিবর্তন করে। তারপর সহজসরল অবলা মেয়েদের নামে শুরু করে অপপ্রচার। আমি মানবাধিকার নেত্রী হিসেবে এধরণের অনেক বাস্তব ঘটনার মুখোমুখি হয়ে সালিসি করেছি। অবলা মেয়েরা একুল ওকুল দুকুলের সর্বস্ব হারিয়ে দ্বারে দ্বারে ঘুরতে থাকে এবং অপমানিত ও লাঞ্ছিত হতে থাকে ।.

পরিকল্পিত ও পাতানো ফাঁদে পা দিয়ে ভুক্তভোগী অসহায় নারী যখন দুনিয়া আখেরাত সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন সে উম্মাদ কিংবা আত্মহত্যার মতো পথ বেছে নেয়। অথবা সে হয়ে ওঠে প্রতিবাদী ও হিংস্র । আচরণ হয় যায় অমানুষের মতো। সম্পূর্ণ অপরাধ নারীর ঘারে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি ক্ষতিয়ে দেখা উচিৎ। এভাবে চলতে পারে না। সমাজ সেবা করতে গিয়ে এভাবে হাজার ও ভুক্তভোগী নারী রয়েছে। সকল বিবেকবান মানুষের উচিৎ এই অবলা ও অসহায় মেয়েটির পাশে দাঁড়ানো । হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা ও পটুয়াখালী জেলার সভাপতি হিসেবে নয়, আজ আমি একজন মা হিসাবে একজন অসহায় নারীর অভিভাবক হিসেবে প্রশাসন ও মিডিয়ার সকলের কাছে জোর আবেদন করছি আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখুন ও ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দোষী ব্যাক্তির উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। মেয়েটি যদি আপনার আদরের বোন কিংবা মেয়ে হতো তাহলে কেমন লাগতো?.

ঐ চিটার বদমাশ লম্পট ছেলেটার মিথ্যা নাটকে নজর না দিয়ে সুস্থ তদন্ত সাপেক্ষ প্রকৃত দোষী কে বিচারের আওতায় আনা হোক.....

 .

সালমা বেগম.

কবি কথাসাহিত্যিক ও গবেষক.

সভাপতি.

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মহিলা ইউনিট.

পটুয়াখালী জেলা শাখা।.

কেন্দ্রীয় উপদেষ্টা ও পটুয়াখালী জেলা সভাপতি.

হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থা।.

.

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ