মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বেসরকারি ফলাফলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন বিজয়ী হয়েছেন। আর আবদুস সাত্তারসহ ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। রোববার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।.
.
আবদুস সাত্তার রকেট প্রতীকে পেয়েছেন মাত্র ৬৪৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ ছোলায়মান একতারা প্রতীকে পেয়েছেন ৩২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম তবলা প্রতীকে ৩৫৫ ও ট্রাক প্রতীকে ইস্কান্দার মির্জা শামীম ৭ হাজার ৪৭৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।.
.
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ১২ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে ৮৯ হাজার ৭৫৯ ভোট কাস্টিং হয়েছে। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১১ হাজার ২২০ ভোটের। ফলে লক্ষ্মীপুর-৪ আসনে ৪ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।.
.
এ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাসদের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৮১০ ভোট।.
.
রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪টায়। এরপর শুরু হয় গণনা। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: