আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত গামছা প্রতীকের প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম আমজনতার উদ্দেশ্য বিশেষ নির্বাচনী বক্তব্য প্রদান করেন। সখীপুর উপজেলা শহরের তালতলাস্থ মোখতার ফোয়ারা চৌরাস্তায় গামছার পথসভায় বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন কেউ যদি জাল ভোটার ধরে দিতে পারেন তাহলে তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।.
৩রা জানুয়ারি বুধবার বিকেল ৩টায় সখীপুর উপজেলা শহরে গামছার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।হাজার হাজার ভোটার, কর্মী সমর্থক এই মিছিলে অংশ গ্রহণ করে মিছিলকে প্রানবন্ত ও উৎসব মুখর করে তুলেন।.
মিছিল শেষে মোখতার ফোয়ারা চৌরাস্তায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী আরো বলেন আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সখীপুরের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ বাতিল সহ সখিপুরকে মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করে ছাড়বোই ইনশাআল্লাহ। সখীপুরের উন্নয়নের জন্য আমি সদা সর্বদা সচেষ্ট থাকবো। কোন অন্যায়,দূর্নীতি থাকবেনা।সকলেই নিরাপদ জীবন যাপন করবে। .
তিনি আরো বলেন নির্বাচনে ভোটার উপস্থিতি না বাড়লে আমার কিছুই হবেনা। এর দায়ভার পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। কাদের সিদ্দিকী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন ; যদি পাশ করার পর আটিয়া বন অধ্যাদেশ বাতিল করতে না পারি তাহলে হাতে চুুড়ি পড়বো।.
উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন; কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী,আবুল মুনসুর আহমেদ আজাদ সিদ্দিকী, কুঁড়ি সিদ্দিকী, আবু সালেক হিটলু সহ প্রমুখ নেতৃবৃন্দ।.
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব এবং সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল সবুর।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: