ফকিরখালী, খিলগাও, ঢাকার কৃতি সন্তান জাহিদ হাসান, শফিকুল ইসলাম ও মেয়াজ উদ্দিন। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যামে এলাকার জনপ্রিয় ব্যাক্তি জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মেয়াজ উদ্দিন ও পাপ্পু দের বিরুদ্ধে প্রতিপক্ষ আওলাদ, আনোয়ার গং দের একটি ভূয়া, মিথ্যে, বানোয়াট সংবাদ প্রচার করায় স্থানীয় এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানায়। আমরা জরজমিনে গিয়ে এলাকাবাসির সাথে কথা বলে জানিতে পারি ও স্থানীয় এলাকাবাসি আমাদের জানায় যে, জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মেয়াজ উদ্দিন এলাকার উন্নয়নের জন্য কাজ করে কেউ কোন বাজে ও খারাপ কাজের সাথে জড়িত না। ফকিরখালী গ্রামের কেউ কোন খারাপ অভিযোগ ওদের বিরুদ্ধে দিতে পারবে না, স্থানীয় থানায় ওদের কারো নামে কোন অভিযোগ নাই।.
গরীব, অসহায় ও নিজ এলাকার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে। এলাকার নারী পুরুষ সবাই এক বাক্যে জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মেয়াজ উদ্দিন ও পাপ্পু দের বিরুদ্ধে ভূয়া, মিথ্যে, বানোয়াট সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেন এবং প্রতিপক্ষ আওলাদ, আনোয়ার গং দের শাস্তি দাবী করেন। স্থানীয় এলাকাবাসী জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মেয়াজ উদ্দিন ও পাপ্পু দের এলাকাবাসি এতই ভালোবাসেন যে, নারী পুরুষ সবাই একসাথে হাত তুলে ওদের জন্য দোয়া করেন। এলাকাবাসী আরো জানান যে প্রতিপক্ষ আওলাদ, আনোয়ার গং এলাকায় বাজে ও বদ লোক হিসাবে পরিচিত।.
সূত্র জানায় গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা যাওয়া এবং সে রাস্তার জন্য জায়গা চাওয়া ও রাস্তা মেরামতে সাফ ঠিকাদার মোঃ জাহিদ হাসানের কাছে চাহিদা মাফিক টাকা না পেয়ে উল্টো জাহিদ হাসান, শফিকুল ইসলাম ও মেয়াজ উদ্দিন দের বিরুদ্ধে নিজেদের লোক দিয়ে ভূয়া প্রতিবেদন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেয়। যার কারণে এলাকায় প্রতিপক্ষের লোকেরা এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে পরেন। এলাকার মেম্বার, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম,পরুষ নারী সবাই জাহিদ হাসান, শফিকুল ইসলাম ও মেয়াজ উদ্দিন দের প্রংসায় ভাসিয়ে দিয়ে বলেন,বলেন এই ভূয়া প্রতিবেদন জাহিদের আরো বড় করেছে সম্মানীত করেছে।.
ভুক্তভোগীদের মধ্যে সমাজ সেবক ও জনপ্রতিনিধি মোঃ জাহিদ হাসান আরো অভিযোগ করে বলেন যে, আমি কিছু দিন আগে এলাকার যুবলীগের ওয়ার্ড সাংগঠনিক পদের জন্য আবেদন করেছি, আর তাতে বিরোধীরা আমার জনপ্রিয়তাকে হেয় ও নস্যাৎ করার জন্য এই অপ্রচার করেছে। আমি আশাবাদি এলাকাবাসি আমার পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আরেক ভূক্তভোগি হাজী মোঃ শফিকুল ইসলাম বলেন আমরা খুব তাড়াতাড়ি এই অপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করব এবং এর কঠিন জবাব দিবো আইনের মাধ্যামে। ইতিমধ্যে থানায় অপ্রচার কারীদের বিরোদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: