• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জোয়ারিয়ানালায় নৌকার প্রার্থী প্রিন্স এর বিরুদ্ধে মোটরসাইকেল প্রার্থী আবসার কামাল শিকদারে??


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম;
জোয়ারিয়ানালায় নৌকার প্রার্থী প্রিন্স এর বিরুদ্ধে মোটরসাইকেল প্রার্থী আবসার কামাল শিকদারে??
জোয়ারিয়ানালায় নৌকার প্রার্থী প্রিন্স এর বিরুদ্ধে মোটরসাইকেল প্রার্থী আবসার কামাল শিকদারে??

১১ নভেম্বর ২০২১  ইউনিয়ন পরিষদ নির্বাচনে  । কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে ভোট ডাকাতি কারচুপিসহ গুরুতর  অনিয়মের অভিযোগ উঠেছে ।অভিযোগে বলা হয় নৌকার প্রার্থী কামাল শামসুদ্দিন আহমেদ  প্রিন্স  জোরপূর্বক  নৌকার ব্যালট  পেপারে সিল মেরে অনেক জাল ভোট গ্রহণ করেছেন। অভিযোগে আরও বলা হয় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন  সরোয়ার কাবেরী - সরকারি দল নৌকার প্রার্থী প্রিন্সের বড় ভাই এর সহধর্মীনি হওয়াতে  প্রশাসনকে ম্যানেজ করে - এবং ভাড়াটে সন্ত্রাসী এনে  ও স্থানীয় বখাটে লোকজনের মাধ্যমে   কিছু লোকজন নিয়ে  এসে নৌকায় সিল মেরে আফসার কামাল শিকদারের এজেন্টদেরকে কক্ষে বন্দি রেখে  নৌকায় সিল মেরে নৌকার প্রার্থী কামাল শামসুদ্দিন আহমেদ  কে --বিজয়ী করার পাঁয়তারা করছেন-  আর এই ভোট  ডাকাতি ও কারচুপির বিষয়টি  সাধারণ ভোটাররা কোনমতে মানতে পারছে না -  এবং যতক্ষণ পর্যন্ত  ভোট  পূর্ণ গণনা করবে না ততক্ষণ পর্যন্ত সাধারণ ভোটাররা চেয়ারম্যান হিসেবে নৌকার প্রার্থী কামাল আহমদ শামসুদ্দিন প্রিন্স  কে  মেনে নেবে না ---  ১ ২ ৬ ‌নং ভোট  কেন্দ্রের  ভোট গণনা করতে হবে -  ততক্ষণ পর্যন্ত নৌকার প্রার্থী কামাল শামসুদ্দিন আহমদ   প্রিন্সকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা  না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। জোয়ারিয়ানালায় প্রিন্স  এবং নাজনীন  সরোয়ার কাবেরী  কর্তৃক ভোট ডাকাতি এবং কারচুপির প্রতিবাদে ১৩  নভেম্বর ২০২১   দুপুর  ৩ টায় আফসার কামাল শিকদারের নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা  হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ উঠেছে উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । উত্তর মিঠাছড়ি হেল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম জোয়ারিয়ানালা সরকারি  প্রাথমিক বিদ্যালয়- ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন-  প্রতিদ্বন্দ্বী   মোটরসাইকেল প্রার্থী আবসার কামাল শিকদার।.

 সংবাদ সম্মেলনে আরো অভিযোগ উঠেছে - মোট তিনটি ভোটকেন্দ্রে   জাল ভোট প্রদান এবং ১ ও ২  নং কেন্দ্র  আবসার কামাল  শিকদারের এজেন্টদেরকে অন্যরূপে বন্দি রেখে নৌকা প্রতীকের প্রার্থী কামাল সামসুদ্দিন আহমেদ  প্রিন্স  কে ভোট  বাড়িয়ে দিয়ে গণনা করা হয় - এবং ভোট চলাকালীন সময়ে  মোটরসাইকেল এজেন্টদেরকে বের করে দেওয়া হয় এভাবেই তারা নৌকার  প্রার্থী  বিজয়ী  হয়েছে বলে  গুজব ছড়িয়েছে _  এবং  উত্তর মিঠাছড়ি হেলপ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  নৌকা মার্কায় অবৈধ জাল ভোট দেওয়ার সময় _  আবসার কামাল সিকদার এর সহধর্মীনি পারভিন আক্তার হাতেনাতে ধরে ফেলেন। ১ ২ ভোটকেন্দ্রের  মেম্বার প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হলে ও চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল রাত প্রায় 10: ঘটিকার উপজেলায় ঘোষণা করে  _  মাঝখানের বিলম্বিত সময়ে তারা মোটরসাইকেল প্রতীকের ভোট  নৌকা প্রতীকের পক্ষে ঘোষণা করে এবং নৌকা প্রতীকের পক্ষে ভোট  মোটরসাইকেলে  প্রদান করে । জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  নাজনীন সরোয়ার কাবেরী এসব কর্মকাণ্ড করেছেন-  বলে অভিযোগ তোলেন মোটরসাইকেল প্রার্থী আবসার কামাল শিকদার। জোয়ারিয়ানালা এলাকার সাধারণ ভোটাররা সহ প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রার্থী তাদের একমাত্র জোর দাবি হচ্ছে উল্লেখিত তিনটি ভোটকেন্দ্রে ভোট আবারও পূর্ণভাবে গণনা করে সাধারণ ভোটারদের মাঝে প্রকাশ করা হোক। অন্যথায় উপজেলা জেলা সহ বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবেন এবং প্রয়োজনে আদালতে মামলা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।  . .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ