ঝিনাইদহ প্রতিনিধিঃ“মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” স্লোগানে ঝিনাইদহে জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরে এক র্যালি শেষে সদর থানা প্রাঙ্গনে আলোনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবুল বাশারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ইনচার্জ আনোয়ার হোসেন,সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা,জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সালাউদ্দিন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ,কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখার জন্য নির্বাচিত ব্যক্তিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।.
ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: