• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ পিএম;
ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে একটি রাজহাঁসের মৃত্যুকে কেন্দ্র করে চাচাত ভাইদের লাঠির আঘাতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষক মফিজ মোল্লা (৪০) মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার প্রতিবেশী মো. কামালের একটি রাজহাঁস মারা যাওয়ায় মফিজের স্ত্রীর সঙ্গে কামালের স্ত্রীর বাগবিতণ্ডা হয়।মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে পেটায়। তাকে বাঁচাতে গিয়ে ভাই লাবুও আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মফিজের অবস্থার অবনতি হলে যশোরে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ