• ঢাকা
  • শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৫ পিএম;
ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।শনিবার (১ মার্চ) সকালে জেলার শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। .

 .

 .

তিনি জানান, শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।.

 .

.

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ