• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে ১৫টি ইউপি নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম;
ঝিনাইদহে ১৫টি ইউপি নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা  প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান
ঝিনাইদহে ১৫টি ইউপি নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান

রাত পোহালেই ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট। নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভোট কেন্দ্রে কোন রকম হঠকারীতা ও অনিয়ম বরদাশত করবে না এমন নির্দেশনা দিয়ে প্রতিদ্বন্দি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের সিরিজ বৈঠকে হুসিয়ারী উচ্চারণ করা হয়েছে। গোয়েন্দা দিয়ে জরিপের মাধ্যমে ঝুকিপুর্ন কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র আওয়ামীলীগের প্রার্থী অংশ
নিলেও একই দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে প্রচার প্রচারণায় গ্রাম ও বাজার মুখরিত হয়ে উঠেছে।.

ইউনিয়নে ইউনিয়নে বিরাজ করছে উৎসবের আমেজ, সরব হয়ে উঠেছে ভোটের রাজনীত। ইতিমধ্যে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ করেছেন প্রার্থীরা। ঘাম ঝরানো প্রচারণা শেষে প্রার্থীরা এখন ভোট গ্রহনের কৌশল ঠিক করছেন মুঠোফোনে। কোন কোন ইউনিয়নে বিএনপির মাঠ পর্যায়ের কতিপয় নেতা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও প্রকাশ্যে পাশে নেই জেলা ও উপজেলার নেতারা। ফলে তৃণমুলে বিএনপি ও জামায়াত সমর্থকরা নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যে যেরকম পাচ্ছে কাজ করছেন।.

আগামীকাল রোববার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী, মধুহাটী, সাগান্না, গান্না, কুমড়াবাড়িয়া, হলিধানী, মহারাজপুর, পোড়াহাটী, হরিশংকরপুর, পদ্মাকর, দোগাচী, ফুরসন্দি, ঘোরশাল, কালীচরণপুর ও নলডাঙ্গা ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মামলা জটিলতায় চতুর্থ ধাপে পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক শুক্রবার বিকালে জানান, ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র হচ্ছে ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী ভোট কক্ষ থাকছে ৮১০টি। ১৫টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে দুই লাখ ৫৩ হাজার ৫০০। এর মেধ্য পুরুষ ভোটার এক লাখ সাতাশ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার এক লাখ পঁচিশ হাজার ৮১২ জন। ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।.

এদিকে ইউনিয়ন পরিষদের ভোট নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। কোন প্রার্থীর অবস্থান কেমন তা জানতে গনমাধ্যম কর্মীদের কাছে ফোন করা হচ্ছে। চেয়ারম্যান প্রার্থীদের শেষ মুহুর্তের অবস্থান নিয়ে অসমর্থিত জরিপে উঠে আসছে নানা রকম তথ্য। সুত্র মতে সাধুহাটী ইউনিয়নে ত্রীমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। শেষ মুহুর্তে বর্তমান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ও নৌকার প্রার্থী মিন্টুর যে কেও জয় তুলে আনতে পারে।.

সে ক্ষেত্রে সাধুহাটী ইউনিয়নে জামায়াত ও বিএনপির ভোট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ফ্যাক্টর হতে পারে। মধুহাটী ইউনিয়নে দ্বিমুখী লড়াই হতে পারে। স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল ও আলতাপ হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। হলিধানী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক নিলুর সঙ্গে অন্য প্রার্থীর লড়াই হতে পারে বলে সেখানকার ভোটাররা মনে করেন। সাগান্না ইউনিয়নে নৌকার প্রার্থী মোজাম্মেলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুনের তীব্র প্রতিদ্বন্দি গড়ে উঠেছে। গান্না ইউনিয়নে ত্রীমুখী লড়াই হবে।.

নৌকার প্রার্থী আতিকুল হাসান মাসুম, স্বতন্ত্র প্রার্থী আলী আজম ও বর্তমান চেয়ারম্যান নাসিরের মধ্যে এই সম্ভাবনা দেখছেন ভোটাররা। কুমড়াবাড়িয়া ইউনিয়নে শেষ পর্যন্ত সিরাজুল ইসলামের সঙ্গে বর্তমান চেয়ারম্যান আশরাফুলের চরম প্রতিদ্বন্দি গড়ে উঠতে পারে। এছাড়া মহারাজপুরে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী খুরশিদ বেশ ভালো অবস্থানে রয়েছেন। পোড়াহাটী ইউনিয়নে নৌকার প্রার্থী শহীদুল ইসলাম হিরণ রয়েছেন অনেকটা ফুরফুরে মেজাজে।.

হরিশংকরপুরে নৌকার মাসুমের সঙ্গে ফারুকুজ্জামান ফরিদের, পদ্মাকর ইউনিয়নে নৌকার সৈয়দ নিজামুল গণি লিটুর সঙ্গে বিদ্রোহী প্রার্থী বিকাশ বিশ্বাসের, দোগাছী ইউনিয়নে ফয়েজ ও কাজলের সঙ্গে নৌকার প্রার্থী ইসাহাক আলী জোয়ারদারের, ফুরসন্দি ইউনিয়নে মামা নৌকার শহীদ শিকদারের সঙ্গে ভাগ্নে বিদ্রোহী প্রার্থী আবু সাইদের, ঘোড়শাল ইউনিয়নে মাসুদ পারভেজ লিন্টনের সাথে বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেনের, কালীচরণপুর ইউনিয়নে নৌকার প্রার্থী কৃষ্ণ পদ দত্তের সঙ্গে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের এবং নলডাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কবীর বিশ্বাসের সঙ্গে সাইফুল আলম খান রিপন ও নৌকার প্রার্থী রেজাউল করিম রেজার ত্রীমুখি লড়াই হতে পারে বলে অনেকে মনে করেন। তবে এবারের ভোটের মাঠের হিসাব নিকেশ খুবই পরিবর্তনশীল। ফলে ফল গননা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রকৃত জয়ের মালা কার গলায় উঠবে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ