কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টেকনাফ ২ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ২ কেজি ৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ৩৯প্যাকেট রীচ কপি, ২০ কেজি কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জাল সহ একটি কাঠের নৌকা উদ্ধার করেছেন। এসময় মাদক পাচার কারির সদস্য মাহমুদ উল্লাহ (৪২) কে আটক করা হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি এলাকার নুরুল আলমের ছেলে।.
রবিবার (২৬ মার্চ) বিকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।.
তিনি জানান, ভোরে দমদমিয়া বিওপি হতে দুই কিঃ মিঃ দক্ষিণ পূর্বে বড়ইতলি এলাকা দিয়ে মিয়ানমার হতে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন হতে একটি বিশেষ টহল দল কৌশলে অবস্থান করে। পরবর্তীতে একটি কাঠের হস্তচালিত নৌকা শূন্য লাইন অতিক্রম কর প্রবেশ করতে দেখলে টহল রত বিজিবি সদস্যরা ওই নৌকা কে চ্যালেঞ্জ করলে নৌকাতে থাকা লোকটি বিজিবি দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করলে জালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থা হতে ২কেজি ৭৫ গ্রাম আইস উদ্ধার করে।.
তিনি আরো জানান, উদ্ধার কৃত জাল ও নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করার পাশাপাশি আটক ব্যক্তি কে পরবর্তী আইনি কাজ শেষ করতে মাদক সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান:
আপনার মতামত লিখুন: