মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম সিএমপি চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট হাজী চান্দ মিয়া রোডের মুখ এলাকায় ১,১০০ (এক হাজার একশত) পিস ইয়াবা সহ ০১ জন মিয়ানমার রোহিঙ্গা পাচারকারীকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। সে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম শহরে ইয়াবা পাচার করতেছিলো।.
আসামী- মাসুদ করিম প্রঃ করিম (২২), পিতাঃ নজির আহাম্মদ, মাতাঃ মাবিয়া খাতুন, মাতাঃ সাবেকুন নাহার, স্ত্রীঃ রশিদা বেগম, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (লম্বাসিয়া ক্যাম্প), হেড মাঝিঃ আয়াত উল্ল্যাহ, সাইড মাঝিঃ আলী হোসেন, ব্লক-সি-১, এনআরসি নংঃ১৫৬৭১৭, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাকে সকাল প্রায় ২০ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়।.
. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: