মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শন জনাব এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম চট্টগ্রাম সিএমপি এর বিভিন্ন এলাকায় ০২ জনকে ৩,৬৭৫ (তিন হাজার ছয়শত পঁচাত্তর) পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়।.
আসামী- (১) মোঃ আদিল (৩৮), পিতাঃ মোঃ জাফর, মাতাঃ জোলেখা বেগম, স্ত্রীঃ হুমায়রা, সাংঃ নোয়াখালী পাড়া, ভাগঘোনা, ০৯ নং ওয়ার্ড (লোকমান হাকিমের বাড়ি), বাহারছড়া ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে দুপুর প্রায় ১২ঃ১৫ ঘটিকায় ১,৫২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পরিদর্শক জনাব এস এম আলম খান বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। .
আসামী-(২) মতিউর রহমান মমিন (৪৪), পিতাঃ মৃত অলি আহম্মদ, মাতাঃ মৃত ফাতেমা খাতুন, স্ত্রীঃ আমেনা বেগম, স্থায়ী সাংঃ সিকদার পাড়া (আবু বকর চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে), ওয়ার্ড নং-০১, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ, থানাঃ মহেশখালী, জেলাঃ কক্সবাজার; বর্তমান ঠিকানাঃ নোয়াখালী পাড়া, ০৯ নং ওয়ার্ড, (মৌলভী সৈয়দ আহাম্মদের বাড়ি), ০৫ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে সকাল প্রায় ১১ঃ৪৫ ঘটিকায় রাহাত্তারপুল এলাকা থেকে ২,১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে উপপরিদর্শক জনাব টিপু সুলতান বাদী হয়ে কোতোয়ালী (সিএমপি) থানায় মামলা দায়ের করেন।.
.
.
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: