• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিএনসি চট্টগ্রামের অভিযানে ২৫০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম;
ডিএনসি চট্টগ্রামের অভিযানে ২৫০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
ডিএনসি চট্টগ্রামের অভিযানে ২৫০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

০৪/অক্টোবর /২০২১ তারিখ ২,৩৫০ পিস ইয়াবাসহ ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার অভিযানে কক্সবাজার এর চকরিয়া'য় গ্রেফতার রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) ০১ জন সহ টেকনাফের আরও ০১ জন, মামলা দায়েরঃ.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শন জনাব এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম চট্টগ্রাম চকরিয়া  থানাধীনচট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়কের ফাঁসিয়া খালী এনআরসি ফিলিং স্টেশন সংলগ্ন ও কোচপাড়া এলাকা হতে যথাক্রমে মোঃ ইব্রাহিম (১৮) ও মোঃ সাইফুল্লাহ (২২) কে ২,২৫০ (দুই হাজার দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করে চকরিয়া থানায় মামলা দায়ের করে। মোঃ ইব্রাহিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এর বাসিন্দা।.

আসামী- (১) মোঃ সাইফুল্লাহ (২২), পিতাঃ নুরুল আলম, মাতাঃ মোস্তফা খাতুন, স্ত্রীঃ রোকসানা আক্তার, সাংঃ বড় ডেইল (নুরুল আলমের বাড়ী), ওয়ার্ড নং-০৮, বাহারছড়া ইউনিয়ন পরিষদ,  থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।  তাকে বিকাল প্রায় ০৩ঃ১৫ ঘটিকায় ১,৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়। আসামী-(২) মোঃ ইব্রাহীম (১৮), পিতাঃ মৃত মাহমুদ হোসেন, মাতাঃ তাহেরা বেগম, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২, ব্লক-ডি-৫, এনআরসি নংঃ ১৬৬৪৬৩, হেড মাঝিঃ নুর বশর, সাইড মাঝিঃ মোঃ ইসমাইল, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাকে বিকাল প্রায় ০৪ঃ৪৫ ঘটিকয় গ্রেফতার করে কক্সবাজারের চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।.

 . .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান  চট্টগ্রাম। 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ