• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে উপকরন বিতরন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম;
ডিমলায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে উপকরন বিতরন
ডিমলায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে উপকরন বিতরন

নীলফামারীর ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। "বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ এর অর্থায়নে উপজেলা সামাজ কল্যান পরিষদ কতৃক বরাদ্দকৃত ভিক্ষুকদের মাঝে উপকরণ হিসেবে এই ছাগল বিতরন করা হয়৷ .

রবিবার (৫-জুন) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে উপজেলার ১০ ইউনিয়নের সুবিধাভোগী ২৫ জন ভিক্ষুককে ২টি করে ছাগী ছাগল তাদের হাতে তুলে দেয় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন৷  এসময় উপস্থিত ছিলেন, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামসুল হক ও স্ব স্ব ইউনিয়নের গরীব দুঃস্থ অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক উপকারভোগীরা৷.

বিতরণের প্রাক্কালে নির্বাহী কর্মকর্তা বলেন, আপনাদের যে ছাগলগুলো দেয়া হচ্ছে তা ছাগী ছাগল, এ ছাগল লালন-পালনে এদের বংশ বিস্তারের মাধ্যমে আপনারা বেশ লাভবান হবেন। তাই এ গুলো বিক্রি না করে যত্ন সহকারে লালন-পালন করলে আপনাদের আর অন্যের মুখাপেক্ষী হতে না।.

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সম্প্রদায়ের অসহায়, দরিদ্র, হতদরিদ্র, দুঃস্থ ও নিরাপত্তা বেষ্টনী, হরিজন সহ দেশের সাধারণ মানুষেরা যেন তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করে দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে এবং তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারে এর জন্য সরকারী নির্দেশনাকে যথাযথ ভাবে উপজেলা সমাজসেবা কার্যালয় সম্মানের সঙ্গে পালন করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় ভিক্ষাবৃত্তি নিরসনে আজেকের এ বিতরণ। আশা করি এ ছাগল গুলো বিক্রি না করে ভালো ভাবে লালন-পালন করে সাবলম্বী হওয়ার চেষ্টা করবেন।. .

ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ