• ঢাকা
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডেঙ্গু জ্বরে আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:২৫ পিএম;
ডেঙ্গু জ্বরে আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০
ডেঙ্গু জ্বরে আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ রোগী। একই সময়ে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সর্বমোট ২৬ জনের মৃত্যু হয়েছে।.

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।.

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি রোগীর ১৫০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে সর্বমোট ৬৫০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। .

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩,৩৯০ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২,৫৬২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৮২৮ জন হয়েছে। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ২,৭১৪ জন। . .

ডে-নাইট-নিউজ /

স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের জনপ্রিয় সংবাদ