গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও২৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।.
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।.
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৯০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ১০৪২ জন এবং ঢাকার বাহিরে ১৮৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।.
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৯৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১১২৩ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ১৮৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।.
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩০৭ জন এবং ঢাকার বাহিরে ৯১ জন মারা যান।.
চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৫ হাজার ২৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। .
বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৭৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: