• ঢাকা
  • শুক্রবার, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তারুণ্যের আলো ফাউন্ডেশনের নেতৃত্ব কুয়েটের আলামিন হোসেন ও ঢাবির মোঃ মহিউদ্দিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৯ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৫ পিএম;
তারুণ্যের আলো ফাউন্ডেশনের নেতৃত্ব,  কুয়েটের আলামিন হোসেন ও ঢাবির মোঃ মহিউদ্দিন
তারুণ্যের আলো ফাউন্ডেশনের নেতৃত্ব কুয়েটের আলামিন হোসেন ও ঢাবির মোঃ মহিউদ্দিন

তারুণ্যের আলো ফাউন্ডেশনের ৪ র্থ বর্ষপূর্তিতে নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুয়েটের আলামিন হোসেন শান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাবির মোঃ মহিউদ্দিন। বুধবার ( ১৯ শে ফেব্রুয়ারি ) আগামী ১ বছরের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা এবং সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নতুন কমিটির ঘোষণা করা হয়।.

 .

 .

সভাপতি আলামিন হোসেন শান্ত  ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন , ‘আশা করি আমাদের হাত ধরে এই ফাউন্ডেশন আরো এগিয়ে যাবে। ২০২১ প্রতিষ্ঠার পর এই প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো, যা অত্র অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমাদের মূল উদ্দেশ্য হলো "Dream To Public University", অর্থাৎ শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উৎসাহিত করা এবং তাদের প্রস্তুতিতে সহায়তা করা। আশা করি এই নেতৃত্বে ফাউন্ডেশন আরও গতিশীল ও কার্যকর হবে এবং অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।.

 .

 .

 আমি সকলের সহযোগিতা চাই, যাতে আমরা শিক্ষার্থীদের উন্নয়ন ও তাদের সমস্যাগুলোর সমাধানে একসাথে কাজ করতে পারি এবং আমাদের জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি করাতে পারি। এই দায়িত্ব পালন করতে আমি সর্বদা সচেষ্ট থাকবো। সবাই আমাদের পাশে থাকবেন, যেন আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারি।.

 .

 .

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন  বলেন, আলহামদুলিল্লাহ, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বড় সুযোগ । এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং  শিক্ষার্থীদের সেবা করার একটি মহৎ সুযোগ। যেখান থেকে আমরা আমাদের ছোট ভাই বোনদের পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে সাহায্য করতে পারবো। .

 .

 .

 .

এই অঞ্চলের জন্য এরকম একটি সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রতিভাবান মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও সঠিক গাইড লাইনের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ হাত ছাড়া হয়ে যায়। আমরা যদি তাদের সঠিক পরামর্শ দিতে পারি তাহলে অধিক সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাবে বলে আমি বিশ্বাস করি।  আমাদের লক্ষ্য থাকবে সংগঠনের সকল সদস্যের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সহযোগিতা বাড়ানো। আমি এই পথচলায় সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করছি। . .

ডে-নাইট-নিউজ / মোঃ হাসনাইন রিজেন

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ