• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তিতাস গ্যাস ভবনে মানব বন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৫ পিএম;
তিতাস, গ্যাস, ভবন, মানব, বন্ধন,
তিতাস গ্যাস ভবনে মানব বন্ধন

বিশেষ প্রতিনিধি : তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এর এমডি শাহনেওয়াজ পারভেজ এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথের দ্রুত পদত্যাগের দাবীতে তিতাস গ্যাসের হেড অফিস কাওরান বাজার তিতাস ভবনের নীচ তলায় অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিবাদী মানব বন্ধন। ১৭/০৯/২০২৪ মঙ্গলবার সকাল ১১টায় কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কথা বলেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত মানব বন্ধনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং দাবি দাওয়া নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কর্মকর্তাদের পক্ষ থেকে জিএম প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং কর্মচারীদের পক্ষ থেকে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জুলফিকার মতিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

মানব বন্ধনে বক্তৃতায় বক্তারা বলেন ; বিগত ১৭ বছরে তিতাস গ্যাসের যেসকল কর্মকর্তা ও কর্মচারীরা আওয়ামী দুঃশাসনের কবলে পতিত হয়ে চাকরি হারিয়েছেন তাদেরকে সমুদয় বকেয়া পাওনাসহ চাকরিতে পূণর্বহাল করতে হবে। পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বৈধভাবে সংযোগ চালুর জন্য তিতাস কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবী পেশ করেন। মানব বন্ধনে অন্যান্য নেতৃবৃন্দদের আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন; তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জাহাঙ্গীর হোসেন, হারুন শেখ, আমিনুল ইসলাম, আব্দুল জব্বার, সাদেক হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।. .

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ