• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দিনাজপুর ৫ আসন: নৌকার বিপক্ষে নেই কোনো শক্ত প্রতিদ্বন্দ্বি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম;
দিনাজপুর ৫ আসন: নৌকার বিপক্ষে নেই কোনো শক্ত প্রতিদ্বন্দ্বি
দিনাজপুর ৫ আসন: নৌকার বিপক্ষে নেই কোনো শক্ত প্রতিদ্বন্দ্বি

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় লাগাতার সাত বারের জাতীয় সংসদ সদস্য এবং অষ্টম বারের মতো এবারও নৌকার প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি অনেকটাই শঙ্কামুক্ত। নির্বাচনী মাঠ ঘুরে দলীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। .

১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে অষ্টম বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন জাতীয় পার্টির অ্যাড. নূরুল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. শওকত আলী (আম), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হক (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন পার্বতীপুর উপজেলার এক ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী মো. হযরত আলী বেলাল (ট্রাক)।.

ভোটের নির্বাচনী প্রচারনা শুরুর দিন থেকেই আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী সকল দলমত ও সর্বমহলে সৎ, নির্ভোগ, মানবিক মানুষ হিসেবে পরিচিত বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী জনসভা করেছেন। একইভাবে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণসহ ব্যাপক গণসংযোগ করেছেন। .

প্রথমদিকে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারনা দেখা না গেলেও শেষ মুহুর্তে ব্যাপক প্রচারনা শুরু করেছিলেন তারাও। জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম ও তার নেতাকর্মী সমর্থকরা গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনা জনসভা করেছেন জোরেশোরে। সমান তালে প্রচারনা চালিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হককেও। প্রচারনা ব্যাপক প্রচারনা চালিয়েছেন ট্রাক প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলালও। তবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শওকত আলীকে তেমন প্রচারনায় দেখা যায়নি।.

জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নির্বাচনে নৌকার সঙ্গে লাঙ্গলের শক্ত প্রতিদ্বন্দ্বীতা হবে। অনেকে ভাবছেন ফাঁকা মাঠে নৌকার প্রার্থী জিতে যাবেন এমনটি ভাবার কোন কারণ নেই। এই নির্বাচনী আসনে লাঙ্গলের অবস্থান অনেকটাই ভালো। লাঙ্গলের প্রতি ভোটারদের আগ্রহ বেড়েছে। আশা করছি এ আসনে লাঙ্গলের প্রার্থী জয়ী হবেন।.

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বলেন, আমরা কোনো প্রার্থীকেই দুর্বল ভাবছি না। তবে অষ্টম বারের মতো নৌকার প্রার্থী এলাকার মাটি ও মানুষের নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধ্যমত প্রচার-প্রচারণা চালিয়েছেন। মানুষের কাছে তুলে ধরেছেন এলাকার সার্বিক উন্নয়নসহ প্রার্থীর মানবিকতার গুণাবলীর চিত্র। প্রার্থীও গণসংযোগসহ নির্বাচনী জনসভা করেছেন এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এই আসনে কোনো প্রকার আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। সব প্রার্থীই নিজ নিজ কথা নিজের মতো করে তুলে ধরেছেন ভোটারদের কাছে। এতে কেউ কোনো প্রকার বাধার সম্মুখিন হননি। ফলে অত্যন্ত শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে এ আসনে।.

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ১৩৪ জন। এতে ফুলবাড়ীতে ১লাখ ৫০ হাজার ৪১ জন। এরমধ্যে পুরুষ ৭৪ হাজার ৮১৬ জন, নারী ৭৫ হাজার ২২৪ জন রয়েছেন। মোট ভোট কেন্দ্র ৫২টি। একইভাবে পার্বতীপুরে ৩ লাখ ৯৪ জন রয়েছেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ১১৩ জন এবং নারী ১লাখ ৪৯ হাজার ৭৮১ জন রয়েছেন। এখানে মোট ভোটকেন্দ্র ৮৮টি। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ