• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দ্বিতীয়বার সিলেটের দু’জন নারী একসাথে ব্রিটিশ পার্লামেন্টের এমপি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৪৮ পিএম;
দ্বিতীয়বার সিলেটের দু’জন নারী একসাথে ব্রিটিশ পার্লামেন্টের এমপি
দ্বিতীয়বার সিলেটের দু’জন নারী একসাথে ব্রিটিশ পার্লামেন্টের এমপি

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আগেও নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথ উপজেলার রুশনারা আলী। আগের ধারাবাহিকতায় রুশনারা পঞ্চমবার জয়ের মালা পরেছেন এবারো। সে সাথে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার আফসানা বেগম।.


এবার নিয়ে টানা দ্বিতীয়বার সিলেটের দু’জন নারী যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে একসাথে ব্রিটিশ পার্লামেন্টে স্থান করে নিলেন। বাংলাদেশী বংশোদ্ভুত রুশনারা আলী ও আফসানা বেগম বিজয়ী হয়ে সিলেটবাসীকে করলেন গর্বিত ও আনন্দিত।পুরো সিলেটবাসী আনন্দে মাতোয়ারা।আমরা আশাবাদী একদিন ব্রিটিশ সাম্রাজ্য বাংলাদেশীরা পরিচালনা করবেন বলে সে আশার আলোর ঝলকানি অনুধাবিত হচে্ছ।.


 বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো থেকে জয়ী হয়েছেন।আফসানা বেগম পপলার অ্যান্ড লাইমহাউস পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার আসন। এ দুই নারীর ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক এ কামনা ও বাসনা।সেই সাথে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি মহান আল্লাহর দরবারে।
 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান, সিলেট থেকে:

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ