• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নামাজ না পরার শাস্তি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম;
নামাজ না পরার শাস্তি
নামাজ না পরার শাস্তি

১৫টি আজাব নাজিল হয় বেনামাজির জন্য।
যেমন:
.


৬টি দুনিয়াতে:
১। হায়াত কমে যাবে।
২। বরকত কম হবে।
৩। চেহারা সৌন্দর্য্য নষ্ট হবে।
৪। আল্লাহর কাছে দোয়া কবুল কম হবে।
৫। বেনামজীর নেকি বরবাদ হবে।
৬। এবং সব রহমতের ফেরেস্তা দুরে চলে যাবে।.


মৃত্যুর সময় ৩টিঃ
১। বেনামাজি অপমানিত ও অতিকষ্টে জান বের হবে।
২। ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে।
৩। এবং পিপাসায় কাতরিয়ে মৃত্যু হবে।.

 কবরের আজাব তিনটিঃ
১। কবর চেপে ছোট হয়ে আসবে, পাজরের হাড়ঁ ভেঙ্গে অন্য পাজরের সাথে মিশে যাবে।
২। কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে।
৩। কবরে সাপ এসে ভরে যাবে ও ফেরেস্তারা জোরে জোরে মারতে শুরু করবে।.


হাশরের মাঠে তিনটি ঃ
 ১। আল্লাহপাক গজবের সাথে বেনামাজিকে  ডাকবেন এবং এক ভয়ংকর সাপ এসে তার খোজঁ করতে থাকবে।
২।পুলসিরাতের পথ পার হতে অনেক বিপদের সম্মুখিন হবেন।
৩। আল্লাহ বেনামজীর জন্য দোযখ ঠিক করে রেখেছেন।.


 আল্লাহপাক আমাদের ক্ষমা করুন, সঠিক পথ প্রদর্শন করুন। আমাদেরকে পাচঁ  ওয়াক্ত নামায সময় মত পড়ার তৌফিক দান করুন (আমিন)।
 . .

ডে-নাইট-নিউজ / নিজস্ব প্রতিবেদক

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ