• ঢাকা
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতর ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৪ পিএম;
নারায়ণগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতর ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার
নারায়ণগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতর ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার

সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধরের ঘটনায় বিএনপি সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ই ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় একটি এসি বাসে (আসিয়ান ) এই ঘটনা ঘটে। বাস চালক নয়নের অভিযোগ যানজটের কারণে ঘন ঘন ব্রেক করাতে যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। যাত্রীদের মধ্যে থাকা বিএনপি নেতা ইকবাল হোসেন তাকে ধমক দেন।.

 .

এবং পাল্টা প্রতিক্রিয়া দিলে হুমকি দেন। পরবর্তী পর্যায়ে, সানারপাড়ে বাস থামার পর প্রায় ২৫-৩০ জন কর্মী বাসে হামলা চালায় এবং চালককে মারধর করে। মিনহাজ আমান ঘটনার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করা হয়। দল বল নিয়ে সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে ইকবাল হোসেনের কর্মকান্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী এজন্য তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার সম্পর্কে জানতে অভিযোগ উঠা বিএনপির নেতা মোহাম্মদ ইকবাল হোসেনের মুঠো ফোনে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ