• ঢাকা
  • রবিবার, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৩ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ এএম;
পিরোজপুরের মঠবা‌ড়িয়ায়, রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। আজ শনিবার সকাল ১০ টায়  মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়‌কে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। ঘন্টাব‌্যাপী এ মানববন্ধনে বিএন‌পি নেতা নিজামুল ক‌বির মিরাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, জাকির খান, আবুল কালাম আজাদ, তুষার, রতন কর্মকার, খ‌লিলুর রহমান, ছ‌গির সা‌বেক ছাত্রদল নেতা রিপন মু‌ন্সি প্রমুখ। .

 .

 .

মানববন্ধ‌নে বক্তারা বলেন প্রকৃত ব‌্যবসায়ী‌দের বাদ‌ দি‌য়ে আওয়ামী লীগ- জামায়াত মি‌লে রাতের আঁধারে ২৯ সদস‌্য বি‌শিষ্ট মঠবাড়িয়া বাজার বনিক সমিতির একটি কমিটি ঘোষণা করে। অ‌বিল‌ম্বে একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে বলে বক্তরা দাবী জানান। এ বিষ‌য়ে জান‌তে নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির চেয়ারম‌্যান ও মঠবা‌ড়িয়া উপ‌জেলা‌ বিএন‌পির আহবায়ক শামীম মৃধা‌ এবং নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য শরীফ মোঃ আব্দুল জ‌লিলকে মোবাইল ফোনে একাধীকবার ফোন কর‌লেও রি‌সিভ ক‌রেননি।.

 .

 .

 .

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছ‌র ধ‌রে নির্বাচ‌ন প্রক্রিয়ার মাধ‌্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির ক‌মি‌নি গঠন না হওয়ায় এবং সম্রতি রা‌তের আঁধা‌রে নতুন ক‌মি‌টি করায় ব্যবসায়ীদের মা‌ঝে তীব্র ক্ষোভ  বিরাজ করছে। অপর‌দি‌কে বাজার বণিক সমিতি কমিটি নিয়ে বিএনপির একাংশ ও জামাত নেতাকর্মী‌দের মা‌ঝে চরম উত্তেজনা বিরাজ করছে।. .

ডে-নাইট-নিউজ / পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ