বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামে প্রতিবন্ধী বিকাশ এজেন্টের ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ব্যবসায়ী নিরঞ্জন দাস (২৮) মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। শুধু তাই নয় এ ঘটনায় সে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরী করেছে।.
জানা যায়, ওই গ্রামের হর কিশোর দাসের পুত্র নিরঞ্জন দাস দুর্লভ স্টোর নামে বিকাশ ও ফ্যাক্সিলোডের ব্যবসা করে আসছেন। গত ১৬ ডিসেম্বর অজ্ঞাত এক ব্যক্তি বিকাশ হেড অফিসের বস সৌরভ আচার্য্যে বিটুবি নম্বর ০৩১৮২৫০৪৬৪ কৌশলে হ্যাক করে নিরঞ্জনের নামে নিবন্ধনকৃত বিকাশ এজেন্ট নম্বর ০১৩১৪-৭৯৭৮৯৮ নম্বরে ফোন করে বস পরিচয় দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।.
পরের দিন তার এজেন্ট নম্বরে টাকার লিমিট না আসায় তার সন্দেহ হলে বিষয়টি অফিসকে জানালে তারা জানায়, সে প্রতারিত হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। সে একজন প্রতিবন্ধী ব্যক্তি। দূর্ঘটনায় দুইটি পা হারিয়ে বাড়ির পাশে দোকান দিয়ে বিকাশের ব্যবসা পরিচালনা করে আসছিল।. .
ডে-নাইট-নিউজ / মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:
আপনার মতামত লিখুন: