নোয়াখালী প্রতনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. শরীফ উদ্দিন ওরফে হৃদয় (২৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে। রোববার (২০ আগস্ট) বিকেলের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে। .
.
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায় , গত শুক্রবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া পেলে ঘর থেকে একা বের হন গৃহবধূ (২৭)। ওই সুযোগে হৃদয় ঘরে ঢুকে লুকিয়ে থাকে। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় শনিবার বিকালে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: