পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কে.এম লতীফ ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তন্বী আক্তার,বাড়ি উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে। বাবা দুবাই প্রবাসী। প্রেম করে বিয়ে করে পালিয়ে যান মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ড এর মোঃ মুজিবুর রহমান এর পূত্র মোঃ মিনহাজুর রহমান এর। .
নিহত তন্বীর ভাই জানান, তন্বীর পালিয়ে যাওয়ার শোকে তাদের মা স্ট্রোক করে মারা যান। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় তাদের তন্বীর সাথে তার প্রেমিকা মিনহাজুর রহমান এর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তন্বী তার ভাই কে মাঝে মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করতো।.
গতকাল সকালে ভাইকে যেতে বললে, তন্বীর ভাই ব্যস্ত থাকায় যেতে পারেনি। বিকেলে আবারও যেতে বললে তন্বীর ভাই যাওয়ার জন্য প্রস্তুত হলে।৫ টার দিকে তাকে বলা হয় হাসপাতালে যেতে। গিয়ে বোনের লাশ দেখতে পান।. .
ডে-নাইট-নিউজ / জহিরুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: