• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম;
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দিয়েছেন। 
প্রতীক প্রাপ্তরা হলেন, উপজেলার ১ নং এলুয়াড়ী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রামানিক পেয়েছেন (নৌকা) , স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. নবিউল ইসলাম (আনারস) ও মো. মমতাজুল ইসলাম (মোটরসাইকেল)। 
    ২ নং আলাদীপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকান্ত সরকার শুভ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন সরকার (আনারস), মো. হাবিবুর রহমান  মোটরসাইকেল) ও মো. নাজমুস সাকির বাবলু (চশমা)। 
    ৩ নং কাজীহাল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. মানিক রতন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (আনারস), মো. আশরাফুল ইসলাম (মোটরসাইকেল) ও মো. মিজানুর রহমান (ঘোড়া)। 
    ৪ নং বেতদিঘী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দস (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আখেরুজ্জামান (আনারস) ও মো. মেজবাউল ইসলাম (ঘোড়া)। 
    ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডল (ঘোড়া), মো. মোজাফ্ফর হোসেন চৌধুরী ( মোটরসাইকেল), মো. এনামুল হক গুরু (চশমা) ও মো. মঞ্জুরুল হক (আনারস)। 
    ৬ নং দৌলতপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম (ঘোড়া) ও ইসলামী আন্দোলন প্রার্থী মো. শফিকুল ইসলাম (হাতপাখা)। 
    ৭ নং শিবনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. ছামেদুল ইসলাম (মোটরসাইকেল), মো. হারুনুর রশিদ (ঘোড়া) ও মো. রফিকুল ইসলাম (আনারস)। 
এর আগে গত ২ নভেম্বর চেয়ারম্যান পদে সাতটি ইউনিয়নের ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১৩ জন, পুরুষ ৩১ জন, আলাদীপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১১ জন, পুরুষ ৩৭ জন, কাজীহাল ইউনিয়নে সংরক্ষিত মহিলা ৯ জন, পুরুষ ৩৮ জন, বেতদিঘী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১১জন পুরুষ ২২ জন, খয়েরবাড়ী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১৪ জন, পুরুষ ৩২ জন, দৌলতপুর ইউনিয়নে মহিলা ১০জন, পুরুষ ২৫ জন ও শিবনগর ইউনিয়নে মহিলা ১৯ জন, পুরুষ ৩৪ জন মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে গত বৃহস্পতিবার ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার করেন চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত আসনে একজন ও সাধারণ পদে পাঁচজন। 
প্রত্যাহারকারীরা হলেন, দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারা পারভিন, শিবনগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী শাহানাজ পারভিন, দৌলতপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী, শাওন বাবু, এলুয়াড়ী ইউনিয়নের মেম্বার প্রার্থী মাহাবুর ইসলাম, আলাদীপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী মলিন চন্দ্র, কাজিহাল ইউনিয়নের মেম্বার প্রার্থী আজগর আলী ও মেম্বার প্রার্থী মফিজুর।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে ৩৫৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৬৯৪ জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ