ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (২৬ আগষ্ট) শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠন, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ, ফুলবাড়ী ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে ২০০৬ সালের ২৬ আগস্টে নিহতদের স্মরণে পৌরশহরে শোক র্যালী প্রদক্ষিণ করে।.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
র্যালী শেষে বেলা ১১ টায় ফুলবাড়ী ছোট যমুনা সেতু সংলগ্ন নিহতের স্মরণে নির্মিত আসাদ শহিদ বেদিতে পর্যায়ক্রমে দিনাজপুর জেলা ও ফুলবাড়ী উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি, সম্মিলিত নাগরিক সমাজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ফুলবাড়ী শাখা মৃত্তিকা খেলাঘর আসর, শহিদ সালেকিনের বাবা, জেলা শাখা জাসদ, ফুলবাড়ী উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন, দেশপ্রেমিক শ্রমিক কৃষক ছাত্র জনতা, জনগণতান্ত্রিক ছাত্র সংঘ, ফুলবাড়ী উপজেলা ডেকারেটর শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, উপজেলা জাতীয় গণফ্রণ্ট, গণসংগতি আন্দোলন, দিনাজপুর জেলা শাখা বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাসদ, ফুলবাড়ী লেদ শ্রমিক ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ঐক্য পরিষদ ফুলবাড়ী, ফুলবাড়ীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন ফুলবাড়ীসহ আরো অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
এসময় ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনের সমন্বয়ক সাবেক পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক নিহতদের স্মরণে নিরাবতা পালনসহ এক দফা এক দাবিতে শপথ বাক্য পাঠ করান। এদিকে ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা জেলা পরিষদের সাবেক সদস্য কামরুজ্জামান শাহ, আব্দুল কাইয়ুম, মানিক মন্ডল, সাখাওয়াত হোসেন, বদরুজ্জামান বাদল প্রমুখ। দুপুর ১২ টায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শহীদ বেদি চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখা আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। হামিদুল হক, মো. আব্দুল কাইয়ুম ও মাহমুদুল হাসান বাবুর যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকম-লীর সদস্য মোশাররফ হোসে নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাব হোসাইন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের আবহবায়ক শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামসুল আলম, বাসদ (মাহাবুব) আহবায়ক সন্তোষ গুপ্ত, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য দীপক রায়, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ন্যায়পাল অ্যাড. রায়হান কবির, লেখক ও সংগঠক নাহিদ হাসান নরেজ, জেলা নেতৃবৃন্দের মধ্যে সিপিবির মেহেরুল ইসলাম, জাসদের এড. লিয়াকত আলী, সাম্যবাদী আন্দোলনের মনিরুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের আকতার আজিজ, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি কেন্দ্রীয় সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, উপজেলা শাখার সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত, সদস্য হামিদুল হক, সাবেক সদস্য সচিব উপজেলা শাখা সিপিবি’র সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, গণফ্রণ্ট নেতা কমল চক্রবর্তী, পার্বতীপুর শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক হাফিজুর রহমান, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের সমন্বয়ক ফিয়াজ আহমেদ, মৃত্তিকা খেলাঘর আসরের জেরিন জামান নিঝুম প্রমুখ।.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
বক্তারা বলেছেন, ‘এশিয়া এনার্জি ফুলবাড়ীর কয়লা সম্পদ লুটপাট করতে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। খনিবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার জন্য আন্দোলনকারি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারসহ তাদের সুবিধাভোগীদের গ্রেফতার এবং ৬ দফা ফুলবাড়ী সমঝোতা চুক্তির পূর্ণবাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হলে আগামীতে আবারো আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ফুলবাড়ী দিবস উপলক্ষে নিরাপত্তার জন্য সকাল থেকে অতিরিক্ত পুলিশ সদস্য পৌরশরের গুরুত্বপূণ এলাকায় মোতায়েন ছিল।
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ
আপনার মতামত লিখুন: