দিনাজপুরের ফুলবাড়ীতে নাজমুল হক নাজু নামে এক প্রতারক নিজেকে প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্মকর্তার কাছের লোক বুঝিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরবার লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।.
উপজেলা ভুমি অফিস, ফুলবাড়ী থানা ও পৌর স্যাটেলমেন্ট অফিসের প্রধানের কাছের লোক বুঝিয়ে সাধারণ মানুষের কাছে থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে গত(২ জানুয়ারী) রবিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন ও রাত ৮টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম এর হাতে দালাল গোফ্ফার হোসেন নাজু ওরফে নামজুল হক নাজুর বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন এলাকাবাসীর পক্ষে সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান,সাবেক কাউন্সিল মোঃ মুকুল,সাবেক কাউন্সিলর সৈয়দ কামরুজ্জামান তুহিন। এসময় এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।.
সাবেক মেম্বার মোঃ মুকুল বলেন, নাজমুল হক নাজু প্রায় সময় থানার গোলঘরে পুলিশের সাথে বিচার করতে দেখি,স্যাটেলমেন্ট অফিসে বিভিন্ন জনের কাজ করতে দেখি এবং পৌর ভুমি তফসিল অফিসারের রুমে কাজ করতে দেখেছি। এই সুবাদে সে আমার সহ বিভিন্ন জনের কাছে অর্থ নিযে তাদের কাজ না করে প্রতারনা করেছে। আমরা চাই এই প্রতারক যেন কোন ভাবে সরকারের এই সেবা মূলক প্রতষ্ঠানে দালালি করতে না পারে । তাকে কোন ভাবে এইসব প্রতিষ্ঠানে যেন ঢুকতে দেওয়া না হয়। একই দাবি করেন এলাকর অনেকেই।. .
ডে-নাইট-নিউজ / দিনাজপুর প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: