• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম;
ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু
ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু

দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার (১৭ ডিসেম্বর) কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাটি ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। .

পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে ৯টা থেকে ১২ টা এবং দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  .

পরীক্ষায় ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ এই তিন উপজেলার ১৬টি কিন্ডার গার্টেন স্কুলের ৪৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২০০৮ সাল থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।.

পরীক্ষা পরিচালনা কমিটির সচিব গণেশ সাহা ও সহকারী সচিব রফিকুল ইসলাম হেলাল ও আইয়ুব আলী বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের শতকরা ১০ ভাগ হিসেবে ৩ গ্রেডে  ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও স্পেশাল গ্রেডে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে। পরীক্ষা সোমবার (১৮ ডিসেম্বর) শেষ হবে।.

পরীক্ষা চলাকালে ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিবেশ ও ক্ষুদে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ ও উৎসাহ দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ