• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ২৫-৩০ টাকা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম;
ফুলবাড়ীতে পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ২৫-৩০ টাকা
ফুলবাড়ীতে পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ২৫-৩০ টাকা

দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে পেঁয়াজের দাম বেড়েছে প্রকারভেদে ২৫ থেকে ৩০ টাকা। গত এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। একই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ কেজিদরে।.

গতকার শনিবার (২৭ জানুয়ারি) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজারে বাজার করতে আসা কলেজ শিক্ষক আজিজুর রহিম বলেন, গত সপ্তাহে ৫০ টাকা কেজিদরে ভালো মানের পেঁয়াজ দুইকেজি কিনেছিলাম। কিন্তু আজ (শনিবার) বাজারে এসে দেখি একই এখন বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজিদরে। .

পেঁয়াজ কিনতে আসা হোটেল মালিক উজ্জ্বল মহন্ত বলেন, প্রতি সপ্তাহে তার অন্তত এক মণ পেঁয়াজ লাগে হোটেলের ব্যবসায়। গত সপ্তাহে ৪৫ টাকা কেজিদরে পেঁয়াজ কিনতে পারলেও এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজিদরে। দাম বাড়ার কারণে চাহিদানুযায়ী এক মণ পেঁয়াজ না নিয়ে নিয়েছেন ২৫ কেজি। সব কিছুতে একটু কম কম পেঁয়াজ দিয়ে দাম কমা পর্যন্ত চালিয়ে নিতে হবে। .

খুচরা সবজি বিক্রেতার হারুন উর রশীদ, গোলাম মোস্তফা ও শাহ আলম বলেন, পাইকারী বাজারে পেঁয়াজের দাম বাড়ার জন্যই খুচরা বাজারেও দাম বেড়েছে। পাইকারী বাজারে দাম কমলেও খুচরা বাজারেও দাম কমে আসবে। দাম কমা ও বাড়ার ব্যাপারটি নির্ভর করে পাইকারী বাজারের ওপর। খুচরা ব্যবসায়িদের এখানে কোনো হাত নেই। .

পাইকারী পেঁয়াজ ব্যবসায়ি আবেদ আলী, সামসুল ইসলাম ও আমজাদ হোসেন বলেন, পাইকারী বাজারে পেঁয়াজের আমদানি কম হওয়ায় দাম একটু বেড়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে। .

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে, যাতে করে কেউ কোনো পণ্যের দাম অযাচিত বাড়িয়ে মুনাফা না লুটতে পারে। পেঁয়াজের দাম বাড়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ