• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ-মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩০ পিএম;
ফুলবাড়ী, প্রধান, শিক্ষক, পদত্যাগ, দাবি, সড়ক, অবরোধ, মানববন্ধন,
ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ-মানববন্ধন

সড়ক অবরোধ, তিব্র যানযট: আশ্বাসে অবরোধ প্রত্যাহার.


দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক অবরোধ করে উপজেলার রাংগামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের পদত্যাগের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিদ্যালয়ের প্রধান ফটকসম্মুখে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কসহ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুইপার্শ্বে আটকা পড়ে শতশত বিভিন্ন আকারের যাববাহন। এতে ভোগান্তিতে পড়েন যানবাহনে থাকা যাত্রীসহ চালক ও সহকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।আন্দোলনকারীরা ‘জেগেছে রে জেগেছে, রক্তে আগুন জেগেছে, এক দফা এক দাবি, প্রধান শিক্ষকের পদত্যাগ’ শীর্ষক স্লোগানে মুখর করে তোলেন আন্দোলনের স্থান। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, মো. মারুফ , মোছা. তানজিকা আক্তার, জান্নাতুন মাওয়া, জিসা, সাবেক শিক্ষার্থী মোস্তাকিম, আরিফুল ইসলাস, রাকিব হাসান, অভিভাবক উজ্জল, মিন্টুসহ আরো অনেকে প্রমুখ বক্তব্য রাখেন। আন্দোলনকারীরা বলেন, প্রধান শিক্ষক একরামুল হক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় বিদ্যালয়ের পুরোনো তিনটি ভবন বিনা টেন্ডার ছাড়াই ভেঙ্গে ভবনের মালামাল আত্মসাত করেছেন। বিদ্যালয় চত্বরে থাকা শতাধিক গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করেছে। ফরম পূরণ ও রেজিষ্টেশনের অতিরিক্ত টাকা গ্রহণ করেন। এছাড়া সম্প্রীতি নিয়োগ বাণিজ্যের ৩৫ লাখ টাকা আত্মসাত করেছেন। বর্তমানে বিদ্যালয়ের ফান্ডে কোনো অর্থ নেই। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষার বিষয়ে ঠিকমত তদারকি নেই তারা। খেয়ালখুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করেন। এত বড় একটি বিদ্যালয়ে  শহীদ মিনার নির্মাণ করা হয়নি। জাতীয় দিবসগুলোতে কৃত্তিম শহীদ মিনার বানিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে হয়। এ বিষয়গুলোতে প্রতিবাদ জানালে উল্টো হুমকিধামকি দেন প্রধান শিক্ষক একরামুল হক। অনিয়ম-দুর্নীতির কারণে আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। সকল অভিযোগ লিখিত আকারে একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .


এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক একরামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নির্দোষ। আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হোক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হবে। তদন্তকারী টিম প্রতিবেদন দাখিল করলে সে তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে। প্রধান শিক্ষক একরামুল হককে ছুটি দেয়া হয়েছে। সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ