দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। .
সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভা, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ ফরহাদ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অপর্ণ করেছে। .
সাড়ে ১০ টায় জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এসময় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। .
এদিকে বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সহ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ। এতে দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। .
অপরদিকে সরকারি অনুমোদিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা কবর জয়’ সংস্থার উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিকাল ৫টায় কাটাবাড়ী গ্রামে অর্ধশতাধিক শিশুকে নিয়ে কেক কাটার মধ্যদিয়ে জাতীয় শিশু দিবস পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহসভাপতি পলাশ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য আইরিন আক্তার হিরা, আরিয়ান বাবু প্রমুখ। .
শেষে সংস্থাটির উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং শিশুদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: