• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৫ পিএম;
ফুলবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
ফুলবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার খাদ্য বিভাগের উদ্যোগে ফুলবাড়ী এলএসডির অভ্যন্তরীণ ধান, চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।.

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং ফুলবাড়ী এলএসডির খাদ্য পরিদর্শক অনিমেষ কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি সামসুল হক মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।.

ফুলবাড়ী এলএসডির খাদ্য পরিদর্শক অনিমেষ কুমার সরকার বলেন, ২৭ টাকা কেজি দরে এক হাজার ৩৩ মেট্রিক টন বোরো ধান এবং ৪০ টাকা কেজি দরে ৪ হাজার ৩৩৬.৮৯০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ