দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা ও হেলমেট পরিধান না করায় ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরবাজার, নিমতলা মোড় ও ভূমি অফিস রোডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান।
এ সময় ১১ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দিয়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াভহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী প্রতিনিধি
আপনার মতামত লিখুন: