• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে যানজট নিরাসন ও যানচল নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার বাহিনী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ পিএম;
ফুলবাড়ী, যানজট, নিরাসন, যানচল, নিয়ন্ত্রণ, আনসার, বাহিনী,
ফুলবাড়ীতে যানজট নিরাসন ও যানচল নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার বাহিনী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : জীবনযাত্রার মান স্বাভাবিক হওয়ার সাথে সাথে বাড়ছে সড়কে চাপ। তাই দিনাজপুরের ফুলবাড়ীর ব্যস্ততম সড়কগুলোতে অবস্থান নিয়ে যানজট নিরাসন ও যানচল নিয়ন্ত্রনে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) সদস্যরা। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে নিমতলামোড়সহ আশপাশের এলাকায় দেখা যায় আনসার ও ভিডিপির সদস্যদের। তারা নিরলসভাবে সড়কের যানজট নিরাসন যানচল নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত সময় পার করছেন।.

 .

 .


দায়িত্বরত আনসার দলনেতা মো. নাসির উদ্দিন নাঈম ও সদস্য আক্তার হোসেন বলেন, ফুলবাড়ীতে কোনো ট্র্যাফিক পুলিশ নাই। ফলে বিশৃঙ্খলাভাবে চলাচল করে ছোট-বড় বিভিন্ন যানবাহন। বেশি সমস্য তৈরি করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান। তাই সারাদেশের মতো ফুলবাড়ীতেও আনসার সদস্যরা যানজট নিরাসনসহ যানচল নিয়ন্ত্রণে কাজ করছে। আমাদেরকে বিভিন্ন শিফটে বিভক্ত করা হয়েছে। পালাক্রমে আমরা দায়িত্ব পালন করছি। .

 .

 .


ফুলবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায় বলেন, ব্যাটালিয়নের নির্দেশনা অনুযায়ী ফুলবাড়ীতেও সড়কে যানজট নিরাসনে কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা। শিফট অনুযায়ী দুজন করে ফুলবাড়ী শহরের প্রধান ব্যস্ততম কিছু সড়কে দায়িত্ব পালন করছেন। 

 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ