• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ ফলের অপেক্ষা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৪ পিএম;
ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ ফলের অপেক্ষা
ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ ফলের অপেক্ষা

ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ
ফলের অপেক্ষা!
সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ৫৩ শতাংশ ভোট প্রয়োগ 
.



দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে উত্তেজনাপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার ভোট গণনার পালা। প্রার্থী, সর্মথকসহ সর্বস্তরের মানুষের চেয়ে আছেন ভোট কেন্দ্রের দিকে। কখন শেষ হবে গননা। কখন শুনবেন বিজয়ীর নাম। 
     সকাল ৮টা থেকে ৫২ টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ যা শান্তিপূর্ণভাবে বিরামহীন চলে বিকেল ৪টা পর্যন্ত। 
.


এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭৪ হাজার ৮১৬ জন, নারী ভোটার ৭৫ হাজার ২২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।  বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলায় মোট ভোটারের প্রায় ৫৩ শতাংশ ভোটার ভোট প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। 
ভোট কত শতাংশ পড়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
    শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলের অপেক্ষা আছে প্রার্থীদের মধ্যে। উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে প্রচার করা হবে নির্বাচনের বেসরকারি ফল।
শীতের সকালেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে তা আরও বাড়ে। শেষ সময়ে এসেও প্রায় প্রতিটি কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। কোথাও কোথাও ছিল ভোটারদের উপচেপড়া ভিড়।
    ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা বলছেন, ভোটাররা স্বতঃষ্ফূর্তভাবে এসে ভোট প্রয়োগ করেছেন। খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। 
    রবিবার সকাল সকাল সাড়ে ৯টার দিকে পৌরএলাকার ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 
মোস্তাফিজুর রহমান এমপি বলেন, খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক পরিশ্রম করছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল। যা দৃশ্যমান যে সকলে ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফুর্তভাবে নিজেদের ভোট প্রয়োগ করেছেন। 
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, অবাধ সুষ্ঠু  ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কেনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গননা চলছে। গননা শেষ হলে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল প্রকাশ করা হবে। 
.

 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ