• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীর ৫২টি ভোট কেন্দ্রে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪২ পিএম;
ফুলবাড়ীর ৫২টি ভোট কেন্দ্রে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম
ফুলবাড়ীর ৫২টি ভোট কেন্দ্রে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাদে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী কর্মকর্তাদের হাতে সরঞ্জাম তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। .

রবিবার (৭ জানুয়ারি) ভোর চারটায় সাংবাদিকদের উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।.

জানা যায়, উপজেলায় মোট ৫২ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫০ হাজার ৪১ জন ভোটার ভোট দিবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭৪ হাজার ৮১৬ জন, নারী ভোটার ৭৫ হাজার ২২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। উল্লেখযোগ্য মুসলিম ভোটার রয়েছে ১ লাখ ২৪ হাজার ২৮০ জন, হিন্দু ভোটার রয়েছে ২১ হাজার ৭০৯ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন ৪ হাজার ৫২ জন।.

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেনম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম ৪৮ টি, স্ট্রাইকিং ফোর্স ১৪ টি, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স ১০ টি, অফিসার ইনচার্জ (ওসি) স্পেশাল ৭টি স্ট্রাইকিং ফোর্সসহ প্রতিটি কেন্দ্রের জন্য ১ থেকে ২ জন পুলিশ ও আনসারের ১২ জন দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার সাথে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ