দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ০৮ (বাসাইল- সখীপুর) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত গামছা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী মুক্তি যুদ্ধের জীবন্ত কিংবদন্তি মহানায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।.
বঙ্গবীরের নির্বাচনী মাঠ, ঘাট,মিটিং, মিছিল, সভা, সমাবেশকে যিনি প্রানবন্ত ও উৎসব মুখর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আর কেউ নন, তিনি সখীপুর পাহাড় বাসীর এমনকি বাসাইল বাসীরও প্রিয় মানুষ সানোয়ার হোসেন সজীব। সানোয়ার হোসেন সজীব সখীপুর পৌরসভার সাবেক মেয়র এবং কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক।.
সকাল থেকে শুরু করে রাত্রি অবধি পর্যন্ত চষে বেড়াচ্ছেন বাসাইল- সখীপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আর বঙ্গবীরের গামছা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।.
নেতা,কর্মী সমর্থকদের নিয়ে সানোয়ার হোসেন সজীব বীরদর্পে এগিয়ে যাচ্ছেন আর বঙ্গবীরকে এমপি হিসেবে বিজয়ী করতে আমজনতাকে অনুরোধ করে বলছেন যে,এটাই হয়তো বঙ্গবীরের শেষ নির্বাচন তাই শেষ বারের মতো আসুন বঙ্গবীরকে ভোট দিয়ে সংসদে পাঠাই।.
সখীপুরের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ বাতিল, সখীপুরকে মাদকমুক্ত করা,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে তিনি বঙ্গবীরকে ভোট দিতে সকলকে বিশেষ অনুরোধ করেন। সানোয়ার হোসেন সজীব একজন বলিষ্ঠ কন্ঠের নাম।তিনি একজন বীর পুরুষ। অন্যায়, দূর্ণীতি, অনিয়মের বিরুদ্ধে তিনি সারা জীবন প্রতিবাদ ও সংগ্রাম করে যাচ্ছেন।.
মানুষ মানুষের জন্য এই স্লোগানে সারাজীবন আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমজনতা সানোয়ার হোসেন সজীবের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে গামছায় ভোটদানে অতি উৎসাহী এবং আগ্রহী।.
একজন অকতোভয় নেতা হিসেবে তিনি সখীপুরে এক অনন্য নাম। জয় হোক বঙ্গবীরের, জয় হোক গামছার এবং সেই সাথে জয় হোক আমাদের সকলের প্রিয় নেতা সানোয়ার হোসেন সজীবের।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: