• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বনবিভাগের অভিযানে উচ্ছেদ : প্রতিবাদে প্রবাসী পরিবারের মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:০৫ পিএম;
বনবিভাগের অভিযানে উচ্ছেদ : প্রতিবাদে প্রবাসী পরিবারের মানববন্ধন
বনবিভাগের অভিযানে উচ্ছেদ : প্রতিবাদে প্রবাসী পরিবারের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাজীপাড়ায় উত্তর বনবিভাগের নাপিতখালী বনবিটের পাহাড় কেটে বিশাল পাকা দালান নির্মাণ করেছে আবদুর রহমান নামের এক প্রবাসী। গত (রবিবার)  ১২ই ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে  ১০টার দিকে  রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুল এর নেতৃত্বে  নাপিতখালী বনবিটের বনকর্মীরা ওই পাকা দালানটির টিনের আংশিক ছাউনি ভাংচুর ও  উচ্ছেদ অভিযান চালায়।

বনবিভাগ কতৃক উচ্ছেদের প্রতিবাদে ও পাকা দালান রক্ষার অপকৌশল হিসেবে মানববন্ধন করেছে ভোক্তভোগী পরিবার। ১৩ ডিসেম্বর বিকালে ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজীপাড়া স্টেশনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন , বনবিভাগ কতৃক টাকা দাবী ও টাকা নেওয়ার অভিযোগ তুললেও বনকর্মীরা এই অভিযোগ নাকচ করেছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফারুক বাবুল দাবী করেন, ওই প্রবাসী আবদুর রহমান, তার ছেলে আয়ুব রোহিঙ্গা। তারা  নাপিতখালী বনবিটের অধীনে বিশাল বনভুমি দখল ও পাহাড় কেটে বিশাল পাকা দালান নির্মাণ কাজ চালিয়ে আসছিল। ইতোপূর্বেও সেখানে একাধিকবার অভিযান চালানো হয়। তারা বলেন, বনবিভাগের জমিতে ফাউন্ডেশন দিয়ে নির্মাণাধীন ভবনটিতে টিনের  ছাউনি দেয়া কালে অভিযান চালিয়ে টিনের ছাউনির আংশিক অংশ ভেঙ্গে দেয়া হয়। তিনি বলেন, বার্মাইয়া আবদুর রহমান প্রবাসী হলেও তার ছেলে আয়ুবসহ দখলদারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও অবৈধ পাকা দালানটি উচ্ছেদ করতে গেলে মারমুখী আচরণের কারনেই  পুরোপুরি  উচ্ছেদে হয়নি। এ বিষয়ে আরো একটি মামলা দায়ের করা হবে এবং সম্পূর্ণ দখল উচ্ছেদ করা হবে। তিনি বলেন, অবৈধ দখলদার বার্মাইয়া আয়ুব বনকর্মীদের বিরুদ্ধে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর হুমকি দিচ্ছে.

.

ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার,কক্সবাজার 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ