• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাঁচতে চায় থ্যালাসিমিয়ায় আক্রান্ত জাহিদ হাসান আদিব


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৩৬ পিএম;
বাঁচতে চায় থ্যালাসিমিয়ায় আক্রান্ত জাহিদ হাসান আদিব
বাঁচতে চায় থ্যালাসিমিয়ায় আক্রান্ত জাহিদ হাসান আদিব

সদা হাস্যোজ্জ্বল একটি মুখ জাহিদ হাসান আদিব। বয়স সবে মাত্র ২১ পেরিয়েছে। অভাবের তাড়নায় পড়ালেখার সিঁড়ি নবম শ্রেণিতে ইতি টেনেছে। জন্মের পর ৫ মাস বয়সে ধরা পড়ে আত্মঘাতি রোগ থ্যালাসিমিয়ায়। সেই থেকেই আজো প্রতিমাসে প্রয়োজন হয় এক ব্যাগ বি পজেটিভ রক্ত। অর্থাভাবে অপারেশন না করাতে পারায় ক্রমাগত মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে আদিব। .

জাহিদ হাসান আদিব দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার মধ্যসুজাপুর গ্রামের মৃত মাহাবুব হোসেন ও জায়েদা বেগমের ছেলে।.

জানা যায়, মাহাবুব হোসেন ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও জায়েদা বেগম বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জন্মের ৫ মাস বয়সে ধরা পড়ে আদিব থ্যালাসিমিয়া রোগী। অল্প বয়সেই বাবাকে হারায় আদিব। মা চাকরি শেষে ফিরে আসেন নিজ এলাকায় এসে তিন শতক জায়গায় বাড়ী গড়েন। সম্পদ বলতে চাকরি জীবনের সঞ্চিত কিছু ফিক্সড ডিপোজিট অর্থ এবং তিনটি ছাগল। ছেলেকে নিয়ে কোনরকমে দিন গুজরান। কষ্ট করে আদিব পড়ালেখা করলেও নবম শ্রেণিতে অর্থাভাবে তা বন্ধ হয়ে যায়। সংসারে তা দিয়ে চিকিৎসা চালিয়ে সর্বস্বান্ত। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা বন্ধ। .

আদিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি পোস্ট দেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ.কে.এম রেজাউল আলম। সেখানে তিনি আদিবের জীবন ঘটনা ও থ্যালাসিমিয়া রোগ নিয়ে ব্যক্ত করলে, সেটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে। .

জাহিদ হাসান আদিব বলেন, আমি সুস্থ! প্রতিমাসে আমার রক্ত প্রয়োজন হয়। এলাকার ভাইয়া, আঙ্কেলরা আমাকে রক্ত দেয়। একদিন আমি ঠিক হয়ে যাবো। জাহিদ হাসান আদিবের মা জায়েদা বেগম সবার কাছে আবেদন জানিয়ে বলেন, জন্মের পর জানতে পারি আদিব থ্যালাসিমিয়ায় আক্রান্ত। প্রতিমাসেই আদিবকে রক্ত দেয় হয়। বাবা হারা আমার ছেলেকে আমি বাঁচাতে চাই।.

এ মায়ায় জড়িত পৃথিবীর আলো-বাতাসে নিঃশ্বাস নিতে চায় আদিব। সে বাঁচার আকুতি জানিয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি ও সহযোগিতা কামনা করছি। আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করতে। এছাড়াও তিনি দেশের বিত্তশালীদের কাছে অর্থ সাহায্য চেয়ে মানবিক আবেদন জানিয়েছেন।  সাংবাদিক ও সংগঠক প্লাবন শুভ বলেন, ছোট থেকেই বিভিন্ন সামাজিক কর্মকা-ে হাস্যোজ্জ্বল মুখে অংশ নিতে দেখা যায় আদিবকে।.

তাকে বাঁচাতে দেশের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ.কে.এম রেজাউল আলম লাবু বলেন, নিজের ভাবনা থেকেই বিষয়টি তুলে ধরেছি। আদিবের জীবন বাঁচাতে প্রতিমাসে এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আমি সবাইকে আহবান জানাচ্ছি আদিবের জন্য হাত বাড়িতে দিতে।.

সহযোগিতা ও রক্তদান করলে আদিবের মুখে কখনো বিষণœতা ভর করবে না। উন্নত চিকিৎসা পেলে আদিবকে বাঁচানো সম্ভব। সাহায্য করতে সাথে ০১৭৪০০৬৭৮১৯ (আদিবের মা) এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ